ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শিক্ষা-বিনোদনেও রেডমি প্যাড ২’র স্মার্ট পারফরম্যান্স

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ৬, ২০২৫
শিক্ষা-বিনোদনেও রেডমি প্যাড ২’র স্মার্ট পারফরম্যান্স

বাংলাদেশি টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর লং-লাস্টিং ব্যাটারি ও দুর্দান্ত সাউন্ড সিস্টেম।

গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা এবং দক্ষতার সঙ্গে অফিসের কাজ সম্পন্ন করতে এটি দারুণ কার্যকর। তাই টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই।

প্যাডটির ১১ ইঞ্চি সাইজের হাই রেজোলিউশন ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে-তে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুথ অভিজ্ঞতায় বিভিন্ন কনটেন্ট ও ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেমও উপভোগ করতে পারবেন।

শাওমি রেডমি প্যাড ২’র আরেকটি প্রধান বৈশিষ্ট্য হলো এর শক্তিশালী ৯০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভারভাবে ব্যবহার করা যায়। ফলে দূরযাত্রা হোক বা দীর্ঘ সময়ের অনলাইন ক্লাস ও মিটিং, সবক্ষেত্রেই এটি টেকপ্রেমীদের উপযুক্ত সঙ্গী।

ডিভাইসটির আধুনিক অডিও সিস্টেম একে করেছে আরও আকর্ষণীয়। এতে থাকা কোয়াড স্পিকার ব্যবহারকারীদের দেয় অনন্য বাস্তবসম্মত সাউন্ড অভিজ্ঞতা। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়াই স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা, ভার্চুয়াল মিটিং, সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার জন্যও এটি ভীষণ কার্যকর।

প্যাডটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি-১০০ আলট্রা প্রসেসর, যা এর কার্যকারিতা বাড়িয়ে তোলে এবং দৈনন্দিন মাল্টিটাস্কিংয়ে আরও স্মুথ ও দ্রুত পারফরম্যান্স নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে এটি ওজনেও হালকা, তাই সহজেই বহনযোগ্য।

প্যাডটির ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করাসহ অন্যান্য জরুরি কাজও অনায়াসে সেরে ফেলা যায়।

তিনটি আকর্ষণীয় রঙ- গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন ও ল্যাভেন্ডার পার্পল এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম মডেলের দাম ২২,৯৯৯ টাকা, ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যাম মডেলের দাম ২৫,৯৯৯ টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।