ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে টাঙ্গাইল ক্রীড়া সংস্থার অভিনন্দন

তপু আহম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১১

টাঙ্গাইল: টাঙ্গাইল স্টেডিয়ামের পূর্ণাঙ্গ কাজের জন্য ৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ দেয়ায় জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এক সভায় এই অনুমোদন দেয়া হয়।



জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ ঘটনায় এক বিবৃতিতে দেন।

বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থে টাঙ্গাইলে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মিত হলে জাতীয় ও আন্তর্জাতিক েেত্র খেলাধূলার প্রসারসহ পরিচালনার পথ সুগম হবে। আন্তর্জাতিক খেলা আয়োজনের ভ্যানু হিসেবে টাঙ্গাইল স্টেডিয়াম আরও একধাপ এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘন্টা, জানুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।