ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বরগুনায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শীতার্ত মুক্তিযোদ্ধা, অসহায় বিধবা নারী, দুস্থ ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

বরগুনার বেতাগী উপজেলার শীতার্ত মুক্তিযোদ্ধা, অসহায় বিধবা নারী, দুস্থ ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার শীতার্ত মুক্তিযোদ্ধা, অসহায় বিধবা নারী, দুস্থ ও দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় বেতাগী মুক্তিযুদ্ধ সংসদের স্থানীয় কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা কমান্ডার আব্দুল ওয়াজেদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম মাহামুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল কাশেম, তৎকালীন সেনাবাহিনীর উপ-ল্যান্স নায়েক ও যুদ্ধ কালীন কমান্ডার মো. মোতালেব সিকদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন খান, পৌর কমান্ডার মোশারেফ হোসেন নসু, মোকামিয়া ইউনিয়ন কমান্ডার বাবু সুধীর রঞ্জন, বিবিচিনি ইউনিয়ন কমান্ডার আব্দুল খালেক মিনা ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।