ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের মৃত্যুতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এমপি লিটনের মৃত্যুতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শোক

ঢাকা: আততায়ীর গুলিতে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

শনিবার (ডিসেম্বর ৩১) সন্ধ্যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই শোকবার্তার কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।