জেলা প্রশাসক জানান, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলার মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে।
এর আগে বেলা ১০টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও বিশেষ উদ্যোগসমূহ জনগণের মধ্যে প্রচারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে উন্নয়ন মেলা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করে আনা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও এনজিওসহ প্রায় শতাধিক দোকান এ মেলায় স্থান পাবে।
এছাড়া প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে মেলায়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমবিএইচ/ওএইচ/