স্তরগুলো হলো- সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য।
২০১৬ সালের ১ জুলাই থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ধরা হবে।
নতুন সম্মানীতে সিটি কর্পোরেশনের মেয়রের নতুন মাসিক সম্মানী ৮৫ হাজার টাকা ও কাউন্সিলরের ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, এ ক্ষেত্রে অন্যান্য ভাতা বাড়ানো হয়নি।
অন্যদিকে, জেলা পরিষদের চেয়ারম্যানের মাসিক সম্মানী ৫৪ হাজার টাকা ও আপ্যায়ন ভাতা ৫ হাজার টাকা এবং সদস্যদের মাসিক সম্মানী ৩৫ হাজার টাকা নির্ধারণ হয়েছে।
নতুন সম্মানিতে ‘ক’ শ্রেণীর পৌরসভার মেয়র মাসে ৩৮ হাজার টাকা ও কাউন্সিলর ৮ হাজার টাকা সম্মানী পাবেন। ‘খ’ শ্রেণীর মেয়র ২৮ হাজার টাকা ও কাউন্সিলর ৭ হাজার টাকা, ‘গ’ শ্রেণীর মেয়র ২৪ হাজার টাকা ও কাউন্সিলর ৬ হাজার টাকা মাসিক সম্মানী পাবেন।
এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাসিক সম্মানী নির্ধারণ হয়েছে ৪০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান ২৭ হাজার টাকা। তবে, অন্যান্য ভাতা পুরোনো হারেই বহাল থাকবে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সম্মানীর ক্ষেত্রে সরকারি অংশ ৩ হাজার ৬শ’ টাকা ও ইউপি অংশ ৪ হাজার ৪শ’ টাকাসহ মোট ৮ হাজার টাকা এবং সদস্যদের জন্য সরকারি অংশ ২ হাজার ৩৭৫ টাকা ও ইউপি অংশ ২ হাজার ৬২৫ টাকাসহ মোট ৫ হাজার টাকা নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএম/এজি/আরআই