ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় চোর সন্দেহে তিন যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
নলডাঙ্গায় চোর সন্দেহে তিন যুবক আটক

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামে গরু চোর সন্দেহে তিন যুবককে আটকের পর পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন- উপজেলার ধোবাপুকুর গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান(৩৫), আব্দুল খালেকের ছেলে মাসুম (৩৮) ও বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৩৪)।


 
নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাফিজ বাংলানিউজকে জানান, আটককৃত তিন যুবক রাত আনুমানিক ১১টার দিকে বাঁশ ভাগের মধ্যপাড়া গ্রামে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন।
 
এসময় স্থানীয় লোকজনের কাছে তাদের গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেন তারা। এসময় লোকজনের উপস্থিতি বাড়তে দেখে দৌড়ে পালাতে গেলে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে দেন। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  
 
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।