ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা

ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা ইজতেমা ময়দানে আসছেন মুসল্লিরা

গাজীপুর: টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুত। এরইমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 

তাবলীগ জামাত আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে আগামী ১৩ জানুয়ারি (শুক্রবার)।  

বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হবে।

এবছর বিশ্ব ইজতেমায় অংশ নেবেন দেশের ৩৩টি জেলার মুসল্লিরা। এছাড়াও মুসলিম দেশগুলো থেকে বিদেশি মুসল্লিরা অংশ নিতে তুরাগ পাড়ে আসতে শুরু করেছেন। প্রথম ধাপে অংশ নেবেন দেশের ১৭টি জেলার মুসল্লি।  

মুসল্লিদের নিয়ে ইজতেমা ময়দানে বিভিন্ন যানবাহনে করে আসতে শুরু করছেন। তাদের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। বিশ্ব ইজতেমা ময়দান এরইমধ্যে প্রায় প্রস্তুত হয়ে গেছে।  

এক বছর পরপর দেশের ৩৩ জেলার মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন। তবে প্রতিবছর ঢাকা জেলার মুসল্লিরা অংশ নিতে পারবেন।  

সরেজমিনে দেখা গেছে, বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিরা দলবদ্ধ হয়ে আসতে শুরু করেছেন। বাস, পিকআপ, মাইক্রোবাস, লেগুনা, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রেনসহ বিভিন্ন পরিবহনে করে তারা আসছেন। সঙ্গে শীতের কাপড়সহ আনছেন প্রয়োজনীয় জিনিস।  

অনেক মুসল্লি এরইমধ্যে বিশ্ব ইজতেমা ময়দানে যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন।  

এবার ৫২তম বিশ্ব ইজতেমায় দেশের ৩৩টি জেলার মুসল্লি অংশ নেবেন। জেলাগুলো হলো- ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাজীপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোপলগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারী ১১, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।