ঘটনার পর প্রতিবেশী ও স্বজনেরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করান।
গুলিবিদ্ধ ওই নারীর সঙ্গে আসা কাইয়ূম নামে এক ব্যক্তি বাংলানিউজকে বলেন, শারমিন সুলতানা পরিবার নিয়ে শান্তিবাগ চামেলীবাগের একটি ভবনের ছয়তলায় থাকেন।
সন্ধ্যার দিকে ২-৩ জন ব্যক্তি আলী রেজা খান রানার খোঁজে ওই বাসায় যান। বাসায় না পেয়ে দুর্বৃত্তরা মা শারমিন সুলতানাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার কোমরের নিচে লাগে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, গুলিবিদ্ধ ওই নারীকে হাসপাতলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজেডএস/জিপি/এএ