বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস ও কোস্টগার্ডের পেটি অফিসার আকতারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের দাম প্রায় চার লাখ টাকা।
বিকেলে উপজেলার চরখালী ফেরি ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুলকুদ্দুস জালগুলো পুড়িয়ে ধ্বংস করে ফেলেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি