বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র্যাব-৮ এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ্ জামান এসব তথ্য জানান।
আলমগীর হোসেনের বাড়ি গৌরনদীর কাণ্ডপাশা এলাকায়।
তিনি বলেন, র্যাব-৮ সিপিএসসি’র একটি বিশেষ অভিযানিক দল বুধবার (১১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক চলাফেরার কারণে এক ব্যক্তিকে আটক করা হয়। তার শরীর তল্লশি করে একটি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল ও ২ রাউন্ড গুলি পান র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি আরও জানান, তার কাছে অবৈধ আরো অস্ত্র রয়েছে। তার দেওয়া তথ্যানুযায়ী র্যাব আটক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে দু’টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি কাটা রাইফেল, একটি বিদেশি ওয়ানশ্যুটার পিস্তল, ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত বাকিদেরও আটক করা হবে বলে জানিয়েছেন আনোয়ার উজ্ জামান।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএস/এটি