বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ব্রিজ থেকে সালেপুর পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে।
এ সময় লিজা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির রায়ের দাবি জানান বক্তারা।
বুধবার (৪ জানুয়ারি) পারিবারিক কলহ মিটানোর কথা বলে লিজার দেবর অপু তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয় লিজা। সোমবার (০৯ জানুয়ারি ) দুপুরে তুরাগ নদের কেবলারচর এলাকায় হাত পা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ গৃহবধূর শ্বশুর মজিবর রহমান ও স্বামী ওমর ফারুককে বেগুনবাড়ী এলাকা থেকে আটক করা হয়। তবে, দেবর অপু এখনও পলাতক।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জিপি/পিসি