ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে লিজা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সাভারে লিজা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন লিজা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

সাভার (ঢাকা): সাভারে গৃহবধূ তানিয়া আক্তার লিজা (২৬) হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার ব্রিজ থেকে সালেপুর পর্যন্ত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে।

প্রতিবাদ করলেই তাদের হত্যা করা হচ্ছে। এ সমস্ত অপরাধীরা আইনের ফাঁক দিয়ে পার পেয়ে যায় বিধায় অপরাধ ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

এ সময় লিজা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় এনে তাদের ফাঁসির রায়ের দাবি জানান বক্তারা।

 বুধবার (৪ জানুয়ারি) পারিবারিক কলহ মিটানোর কথা বলে লিজার দেবর অপু তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ হয় লিজা। সোমবার (০৯ জানুয়ারি ) দুপুরে তুরাগ নদের কেবলারচর এলাকায় হাত পা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহ গৃহবধূর শ্বশুর মজিবর রহমান ও স্বামী ওমর ফারুককে বেগুনবাড়ী এলাকা থেকে আটক করা হয়। তবে, দেবর অপু এখনও পলাতক।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।