ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
সিলেটে ৩২১ বোতল ভারতীয় মদ উদ্ধার সীমান্ত এলাকায় ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি

সিলেট: সিলেটে দু’টি সীমান্ত এলাকায় ৩২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর রাতে পৃথক অভিযানে মদের চালান দু’টি উদ্ধার করা হয়। তবে মাদক চোরাকারবারীদের কাউকে আটক করা যায়নি। 

বিজিবি সূত্র জানায়, বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাহাব উদ্দিনের নেতৃত্বে টহল দল সীমান্তের মাঝেরটুক এলাকায় অভিযান চালিয়ে ২২৫ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা বলে জানা গেছে।

 

অন্যদিকে, উৎমায় সীমান্ত ফাঁড়ি বিজিবি’র হাবিলদার আবুল কালামের নেতৃত্বে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৪১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।