বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই যানজটে আটকা পড়েছেন বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিসহ হাজার হাজার যাত্রী। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈর চন্দ্রা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও টঙ্গী এলাকার প্রায় ৩ কিলোমিটার যানজটে আটকা পড়েছে শত শত গাড়ি। এতে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিসহ হাজার হাজার যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আটকা পড়া যানবাহনের মধ্যে রয়েছে মালবাহী ট্রাকও।
বনশ্রী পরিবহনের যাত্রী আতিকুল ইসলাম বলেন, কালিয়াকৈর থেকে ঢাকার উদ্দেশে সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়েছি। এখন দুপুর ১টা। সাড়ে তিন ঘণ্টায়ও গাজীপুরের ভোগড়ায় পৌঁছাতে পারিনি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় পুরোটা জুড়েই ধুলোবালি। এতে শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশ ভেঙে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। দুপুরের দিকে যানজট কিছুটা কমেছে। ধীরগতিতে গাড়ি চলছে। মহাসড়কে ফোরলেনের কাজ চলায় অনেক ধুলোবালি। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরএস/আরআর/জেডএস