ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
লালপুরে কলেজ শিক্ষককে গুলি করে হত্যা

নাটোর: আততায়ীর গুলিতে নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রি কলেজের শিক্ষক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে লালপুর-বাঘা সড়কের বাদলিবাড়ি (তিনখুটি) এলাকায় এই হত্যাকাণ্ড হয়।

নিহত মোশারফ হোসেন পাশের জেলা রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ মৃত্যুর বাংলানিউজকে জানান, দুপুর ১টার দিকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মোশারফ। পথে বাদলিবাড়ি এলাকায় এলে দুর্বৃত্তরা তাকে দাঁড়িয়ে করিয়ে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এসময় স্থানীয়দের এগিয়ে আসতে দেখে দুর্বৃত্তরা মোশারফের মোটরসাইকেল নিয়েই পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোশারফকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ওসি বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোশারফ হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।