ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বগুড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ নিহত ৩

বগুড়া: ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার বিহারপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫-২০ জন।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত দু’জন আহত ব্যক্তি ছাড়া বাকি হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।


 
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।  
 
আহতদের মধ্যে পরিচয় পাওয়া শজিমেকে চিকিৎসাধীন দু’জন হলেন–কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ঘোরাই বিহার উলিপুরের আতিয়ার রহমানের ছেলে আবুল কালাম (২৪) ও পাইডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আবিজুল (৩২)।
 
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে আহতদের নাম পরিচয় নিশ্চিত করেন।
 
আহতদের বরাতে তিনি আরও জানান, বাসটির গন্তব্য ছিলো কুড়িগ্রাম জেলায়। তাই বাসের সিংহভাগ যাত্রীই ছিলেন ওই জেলার।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, নরসিংদী থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সাদ্দাম পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-৪৭৩৭) মহাসড়কের ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।  
 
এতে বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।  ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়। এর মধ্যে দুই জন পুরুষ, একজন নারী। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।   
 
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭/আপডেট: ১০১৮ ঘণ্টা
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।