ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রাজস্থলীতে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে কাপ্তাই পাঁচ আরই ব্যাটালিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনবাহিনীর বাঙালহালিয়া ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করেন কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মাহমুদুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন- বাঙালহালিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. এমদাদুল হক, তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিয়োমং মারমা, ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

বাঙালহালিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. এমদাদুল হক বাংলানিউজকে বলেন, এ উপজেলায় শীতের তীব্রতা বাড়তে থাকায় সেনাবাহিনীর উদ্যোগে ৭০ জন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।