ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাদ্য, তথ্য ও পরিবেশে ভারপ্রাপ্ত সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, ডিসেম্বর ৩১, ২০১৭
খাদ্য, তথ্য ও পরিবেশে ভারপ্রাপ্ত সচিব

ঢাকা: খাদ্য, তথ্য এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে জাতীয় প‌রিকল্পনা ও উন্নয়ন একাডে‌মির মহাপ‌রিচালক নিয়োগ করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৩১ ডিসেম্বর) পৃথক আদেশে এ নিয়োগ দেয়।

স্থানীয় সরকার বিভাগের অ‌তি‌রিক্ত স‌চিব বেগম নাস‌রিন আক্তারকে ভারপ্রাপ্ত স‌চিব পদমর্যাদায় জাতীয় প‌রিকল্পনা ও উন্নয়ন একাডে‌মির মহাপ‌রিচালক নিয়োগ পেয়েছেন।

 

তথ্য মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব মো. না‌সির উ‌দ্দিন আহমেদকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত স‌চিব করা হয়েছে।

অর্থ বিভাগের অ‌তি‌রিক্ত স‌চিব শাহাবউ‌দ্দিন আহ‌মদকে খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত স‌চিব এবং প‌রিবেশ ও বন মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব আব্দুল্লাহ আল মোহ‌সিন চৌধুরীকে একই মন্ত্রণাল‌য়ের ভারপ্রাপ্ত স‌চিব করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এমআইএইচ/এসএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।