মঙ্গলবার (১ জানুয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বই উৎসবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের সঙ্গে মিল রেখে সুদূর সৌদি আরবে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে।
আনিসুল হক বলেন, রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের যেকোনো প্রয়োজনে দূতাবাস পাশে রয়েছে।
তিনি বলেন, রিয়াদে বাংলাদেশ স্কুলের জন্য জমি ক্রয় করে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাষ্ট্রদূতের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের বছরের প্রথম থেকে পড়াশুনায় মনযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছাড়া আরও বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ আফজাল হোসাইন। এসময় জেএসসি ও পিএসসিতে জিপিএ ফাইভ পাওয়া ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
টিআর/আরবি/