ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল, টেলিপ্যাবের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের হট্টগোল, টেলিপ্যাবের নিন্দা

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে আদালতে আসামিপক্ষের আইনজীবীদের হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)।

শুক্রবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, আমরা গভীর পরিতাপের সঙ্গে লক্ষ্য করেছি, গত বহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবীদের হট্টগোলের কারণে দেশের প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এজলাস ছাড়তে হয়েছে।

সংস্কৃতি ও শালীনতার চর্চাকারী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশে আইনের শাসন বজায় রাখতে সাহায্য করা সব নাগরিকের দায়িত্ব। আশা করি, আদালত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন ও আইন-আদালতের সম্মান ঊর্ধ্বে প্রতিষ্ঠিত থাকবে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।