ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বরূপকাঠিতে ৩৫ জুয়াড়ির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
স্বরূপকাঠিতে ৩৫ জুয়াড়ির কারাদণ্ড

পিরোজপুর: পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলায় সন্ধ্যা নদীতে ট্রলার থেকে আটক ৩৫ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল-মামুন বাবু এ দণ্ড দেন।

আটকরা সবাই একই উপজেলার বলদিয়া, সুটিয়াকাঠি ও সোহাগদল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে সন্ধ্যা নদীর জলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ‘এমভি কলাভিটা’ নামে একটি ট্রলারে জুয়া খেলার সময় ওই ৩৫ জন জুয়াড়িকে আটক করা হয়। সেখান থেকে জব্দ করা হয় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ। শনিবার সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে দোষ স্বীকার করায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।