ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, স্থবির জনজীবন শীতে জুবুথুবু মানুষের ভিড় চায়ের দোকানে। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: গত দু’দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দিন দিন শীতের তীব্রতা বাড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

 সেই সঙ্গে হিম বাতাস প্রবাহিত অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবারও (২০ ডিসেম্বর) এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।  

ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও হ্রাস পাচ্ছে রাতের তাপমাত্রা। শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে এসব মানুষদের।  

হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি।  ছবি: বাংলানিউজএছাড়া প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। সড়কেও যানবাহন ও লোকজনের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। রাস্তায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, পরপর তিন দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। তবে ধীরে ধীরে তাপমাত্রার পারদ বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।