ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সংসদে প্রতিবন্ধীদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
সংসদে প্রতিবন্ধীদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালি | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য পাঁচটি সংরক্ষিত আসনের দাবিসহ ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালির পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

১০ দফা দাবির মধ্যে অন্যান্য দাবিগুলো হলো- প্রতিবন্ধীদের ভাতার পরিমাণ বৃদ্ধি করা; ভূমিহীন প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করা; প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান করা; প্রতিবন্ধীদের লেখাপড়া করার জন্য স্কুল কলেজের বেতন মওকুফ করা; প্রতিবন্ধীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সাহায্য করা; প্রতিবন্ধীদের বাস-লঞ্চ-প্লেনে যাতায়াতের ক্ষেত্রে অর্ধেক ভাড়া নির্ধারণ করা।

সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আয়োজনে সভাপতিত্ব করেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।