ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
নরসিংদীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদী: পারিবারিক কলহের জের ধরে নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত জরিনা বেগম সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বাখরনগর গ্রামের সেলিম মিয়ার স্ত্রী।  

ওই গৃহবধূর স্বামী সেলিম মিয়া বাংলানিউজকে জানায়, কয়েক বছর আগে পারিবারিকভাবে আমার বোন জোবেদা বেগমের সঙ্গে চাচা আসাদ মিয়ার ছেলে ইউসুফ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জোবেদার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া লেগেই থাকতো। কিছুদিন আগেও তাদের মধ্যে ঝগড়া হয়। তখন জোবেদার শ্বাশুড়ি তার স্বামী আসাদ মিয়া ঢাকা থেকে বাড়ি ফিরলে সবাইকে হত্যা করার হুমকি দেন।  

বৃহস্পতিবার সকালে শ্বশুর আসাদ মিয়া ঢাকা থেকে বাড়ি ফিরে জোবেদাকে মারতে ছুরি নিয়ে তেড়ে যান। তখন ননদকে বাচাঁতে জরিনা এগিয়ে গেলে আসাদ মিয়া তাকে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জরে ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। আর এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।