ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
বরিশালে ৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের নগরে অভিযান চালিয়ে সাত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ্ শোয়াইবের নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে ওসমানের ফলের দোকানের প্রোপাইটর মো. সুমন আলী, সেলিম খানের দোকানের প্রোপাইটর সেলিম খান, লিটন স্টোরের প্রোপাইটর লিটন দাস, সবুজ স্টোরের প্রোপাইটর সবুজ খান, জাহিদ স্টোরের প্রোপাইটর মো. জাহিদ, আফিম জেনালের স্টোরের প্রোপাইটর মো. এলামুল হক ও জাকির স্টোরের প্রোপাইটর জাকির হোসেনকে মূল্যের তালিকা না দেখানোয় এবং পণ্যের মোড়ক ব্যবহার না করায় মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।