ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
সুনামগঞ্জে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর বাজার থেকে বিক্রি নিষিদ্ধ রাক্ষুসে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ আদনান।

এ সময় পুলিশ সদস্যরা উপস্থিতি ছিলেন।

সহকারী কমিশনার আরিফ আদনান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে ষোলঘর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ রাক্ষুসে ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ওই মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাছগুলো লবণ দিয়ে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।