ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষণের বিরুদ্ধে লংমার্চ সফল করতে উদীচীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ধর্ষণের বিরুদ্ধে লংমার্চ সফল করতে উদীচীর আহ্বান

ঢাকা: সারাদেশে বিভিন্ন ছাত্র, যুব, নারী, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত ব্যানার ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’র পক্ষ থেকে নয় দফা দাবিতে লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী।

আগামী ১৬ ও ১৭ অক্টোবর ঢাকার শাহবাগ থেকে নোয়াখালী লংমার্চ অনুষ্ঠিত হবে।

লংমার্চ সফল করার জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন সবাইকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

লংমার্চটি শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তান,  চাষাড়া, সোনারগাঁ, চান্দিনা, কুমিল্লা, ফেনী, দাগনভূঞা, চৌমুহনী হয়ে মাইজদীতে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে। যাত্রাপথে উল্লেখিত স্থানগুলোতে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।