ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ঝোপঝাড় থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
মিরপুরে ঝোপঝাড় থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পাশে ঝোপঝাড় থেকে রাজিব শিকদার (১৮) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে শাহ আলী থানা পুলিশ। নিহত রাজিব একটি নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে সংবাদ পেয়ে চিড়িয়াখানা রোড মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নির্মাণাধীন ভবন কুমির শাহ মাজার এর পূর্বপাশের ঝোপঝাড় থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ওই স্থান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়। যে স্থান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করা হয়েছে এর পাশেই একটি নির্মাণাধীন ভবনে কাজ করতো সে। চলতি মাসের ১৩ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। এটা হত্যাকাণ্ড নাকি অন্যকিছু বিষয়টি তদন্তের পরে বলা যাবে। ওই নির্মাণাধীন ভবনের বেশ কয়েকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।