ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
ফ্লোরিডায় বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগানের বৈঠক

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান এ পর্যন্ত তার ফলপ্রসূ সফরটিকে উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার পন্থা বিষয়ে আলোচনার জন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে ড. মোমেন ও স্টিফেন বিগান  ফ্লোরিডার মিয়ামিতে বাংলাদেশের নতুন কনস্যুলেট খোলার ঘোষণা দেন। গণতান্ত্রিক নীতিতে শক্তিশালী বন্ধনের মাধ্যমে একটি মুক্ত ও স্বচ্ছ অঞ্চল গড়ে তোলাই দুই দেশেরই লক্ষ্য বলে জানান তারা।

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বুধবার তিনদিনের সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি।

আরও পড়ুন:
বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না যুক্তরাষ্ট্র: মোমেন

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।