ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আলুর দাম বেশি নেওয়ায় সাটুরিয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
আলুর দাম বেশি নেওয়ায় সাটুরিয়ায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে মানিকগঞ্জের সাটুরিয়া সদর বাজারের তিন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা।

তিনি বাংলানিউজকে জানান, ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি করায় তিন বিক্রেতাকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত মূল্যে (পাইকারি মূল্য ২৫ এবং খুচরা মূল্য ৩০ টাকা) আলু বিক্রির নির্দেশনা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।