ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএম কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
বিএম কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগ প্রভাষক আরাফাত হোসাইন

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরাফাত হোসাইনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের জিয়া সড়ক এলাকায় হামলার ঘটনায় তার ডান হাতের আঙুল ভেঙে গেছে বলে জানা গেছে।

পাশাপাশি শিক্ষকের বাসভবনেও হামলা চালানো হয়েছে।

প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় অবস্থান করা শিক্ষক আরাফাত হোসাইন জানান, তিনি ১৯৯৬ সালে জিয়া সড়কের মৃধা বাড়িতে জমি কেনেন এবং ২০১০ সাল থেকে সেখানে বসবাস শুরু করেন। বসবাস শুরুর পর থেকেই ওই বাড়ির বাসিন্দা আমির হোসেন নানানভাবে বিরক্ত করে আসছিলেন।

এর জের ধরে মঙ্গলবার ওই শিক্ষকের সঙ্গে আমির হোসেনের কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষককে মারধর করেন, এতে তার হাতের আঙুল ভেঙে যায়। পরবর্তীতে শিক্ষকের বাসায়ও হামলা চালান আমির হোসেন।

বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আলামিন সরোয়ার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।  

শিক্ষকের ওপর হামলার ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।