ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আবারও রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামে এক স্থানীয় এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হ্নীলা জাদিমোরা নয়াপায়া ২৬ নম্বর ক্যাম্পের সংলগ্ন আবুল বশরের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর শুক্কুর স্থানীয় আবুল বশরের ছেলে।

নিহতের চাচা আবুল হাশিম বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে চিহ্নিত রোহিঙ্গা ডাকাত জাকিরের নেতৃত্বে ৭-৮ জনে রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার বাড়িতে আসে। এসেই আমার ঘরে ঢুকে শুক্কুরকে ঘর থেকে বের করে তিনটি গুলি করে এবং আমাকে হত্যার হুমকি দিয়ে ক্যাম্পের দিকে চলে যায়।  

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা আমর্ড ফোর্স ব্যাটালিয়ানের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বাংলানিউজকে জানান, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসবি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।