ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেড় কেজি হেরোইনসহ শিবগঞ্জের আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
দেড় কেজি হেরোইনসহ শিবগঞ্জের আটক ১ আটক লিয়াকত আলী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বইলতলা বাজার থেকে দেড় কেজি হেরোইনসহ লিয়াকত আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। জব্দ হেরোইনের বাজারমূল্যে দেড় কোটি টাকা।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।  

আটক লিয়াকত শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড চণ্ডিপুর ঘোনপাড়ার মৃত লোকমান মণ্ডলের ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিবগঞ্জের বইলতলা বাজারে একটি চায়ের দোকান থেকে লিয়াকতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কেজি (১৫শ গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্যে দেড় কোটি টাকা।  

লিয়াকত দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার নামে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।