ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌকাডুবে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
মেঘনায় নৌকাডুবে জেলের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার একটি নৌকাডুবে অমর জলদাস (১৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিলন (১৮) নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।

 

শুক্রবার (০৬ নভেম্বর) সকালে মেঘনা নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। নিহত অমর জলদাস উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারো বেকী গ্রামের প্রেমলাল মাঝির ছেলে।

এরআগে, বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে উপজেলার ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের পূর্ব পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত উপজেলার আঠারো বেকী গ্রামের সূর্য মাঝির ছেলে মিলন নিখোঁজ রয়েছে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, গভীর রাতে কাদির খাল থেকে সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলের একটি দল নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। তখন একটি বড় ঢেউয়ে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এতে অমর জলদাস নামে একজন নিহত ও  মিলন নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।