ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২০
নীলফামারীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১ প্রতীকী

নীলফামারী: জমির মালিকানা দাবি নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।  

শুক্রবার (০৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর পূর্বপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ১১ জন হলেন- বিপুল চৌধুরী, ইছরাফিল আলী, মফিজ উদ্দিন, আলতাব আলী, আইনুল হক, আহাদুল মিয়া, মাসুদ রানা, আব্দুল মালেক, মেঙ্গো মামুদ, ডলি বেগম ও মাসুরা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালিকাপুর পূর্বপাড়ার দুলাল চৌধুরী ও তার লোকজন ভোগদখলীয় জমিতে সকালে আলু লাগাতে যান। এ সময় প্রতিপক্ষ আজিজুল চৌধুরী ও তার লোকজন মালিকানা দাবি করে ওই জমিতে আলু লাগাতে বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুলালের পক্ষের পাঁচজন ও আজিজুলের পক্ষের ছয়জন আহত হন।  আহতরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আবদুল আউয়াল জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।