ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নৃ-গোষ্ঠীর ভূমি রক্ষায় কমিটি গঠন 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
নৃ-গোষ্ঠীর ভূমি রক্ষায় কমিটি গঠন 

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ত্রিপুরাদের ভূমি অধিকার প্রতিষ্ঠা করাসহ দুইশ’ বছরের ওপরে বসবাসকারী ত্রিপুরা সম্প্রদায়ের ভূমি রক্ষার জন্য গ্রামের সব মুরুব্বিদের মতামতের পরিপ্রেক্ষিতে “ডলুছড়া ত্রিপুরা ভূমি রক্ষা কমিটি” নামে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ডলুছড়া ত্রিপুরা গ্রামে এ কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সবার সম্মতিতে সূর্য কুমার দেববর্মাকে সভাপতি ও ধনঞ্জয় দেববর্মাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের নেতা ফিলা পতমি।

কমিটি গঠনের জন্য সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করেন জনক দেববর্মা এবং সুমন দেববর্মা। এ সময় আরো উপস্থিতি ছিলেন গ্রামের বয়োজ্যষ্ঠরা। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি অশোক কুমার দেববর্মা, সহ-সাধারণ সম্পাদক গোবিন্দ দেববর্মা, অর্থ-সম্পাদক প্রদীপ দেববর্মা, সহ-অর্থ সম্পাদক প্রকাশ দেববর্মা, প্রচার সম্পাদক শক্তি দেববর্মা, সহ-প্রচার সম্পাদক মলিন্দ্র দেববর্মা, সদস্য রমেন দেববর্মা।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
বিবিবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।