ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামলীর থাইরয়েড সেন্টারের ২ কর্মচারীর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
শ্যামলীর থাইরয়েড সেন্টারের ২ কর্মচারীর কারাদণ্ড  শ্যামলীর থাইরয়েড সেন্টারের ২ কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হচ্ছে

ঢাকা: হাইপোথাইরয়েড সম্পর্কিত হরমনাল টেস্টের জালিয়াতির দায়ে হাইপো থাইরয়েড সেন্টার নামের প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম‍্যমাণ আদালত। এছাড়াও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

 

সাজাপ্রাপ্তরা হলেন- সোহেল রানা (৩৪) ও মো. রাসেল (২১)।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলীর ১ নম্বর রোডের ২/১ অনিক ভিলার তিন তালায় অভিযান চালায় র‍্যাব-২। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।  

সারওয়ার আলম বাংলানিউজকে বলেন, হাইপোথাইরয়েড সম্পর্কিত হরমনাল টেস্টের জালিয়াতির দায়ে হাইপো থাইরয়েড সেন্টারের দুই কর্মচারীকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিতে মৃত ডাক্তার মনিরুজ্জামানের স্বাক্ষর ব্যবহার করে ল্যাব রিপোর্ট দেওয়া হতো।

তিনি আরও বলেন, মালিক আব্দুল বাকের পলাতক। মালিকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে। এখনও আরও হাসপাতালে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা,  নভেম্বর ০৭, ২০২০
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।