ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে সালিশ-বৈঠক অমান্য করে ইউপি সদস্যকে মারধর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
নাজিরপুরে সালিশ-বৈঠক অমান্য করে ইউপি সদস্যকে মারধর পিরোজপুরের মানচিত্র

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে সালিশ-বৈঠক অমান্য করে মো. বেল্লাল হোসেন কাজী (৪২) নামে এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই ইউপি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারী মো. তোফায়েল হোসেন দিদার খান ওই গ্রামের জেলানী খানের ছেলে। আহত বেলাল ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা  গেছে।  

আহত ইউপি সদস্য বেলাল ও সালিশ-বৈঠকে থাকা উপস্থিতদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, তোফায়েল হোসেন দিদার গত ২৭ অক্টোবর স্থানীয় আব্দুল জব্বার খানের স্ত্রী সুবেদা বেগমকে (৩৬) মারধর করেন। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ-বৈঠক বসে। এসময় অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদার সালিশ-বৈঠকে উপস্থিতদের অমান্য করলে তাকে শান্ত হতে বলেন ইউপি সদস্য বেলাল। এতে ক্ষিপ্ত হয়ে দিদার ইউপি সদস্য বেলালকে প্রথমে ঘুষি ও পরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।  

এ ব্যাপারে জানতে অভিযুক্ত তোফায়েল আহম্মেদ দিদারের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তফা কায়সার বাংলানিউজকে জানান, ওই ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তবে তার শরীরের কোথাও জখম বা ভেঙে যায়নি।  

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।