ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সমবায় পুরস্কার পেলো পুলিশ কো-অপারেটিভ সোসাইটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
সমবায় পুরস্কার পেলো পুলিশ কো-অপারেটিভ সোসাইটি

ঢাকা: ‍‍জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ এ ভূষিত হয়েছে বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল)।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ৪৯তম জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সমবায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের সমবায় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার দেন।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েলের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র দেওয়া হয়।

‘কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার পেয়েছে পলওয়েল।

এ সময় উপস্থিত ছিলেন পলওয়েলের ব্যবস্থাপনা পরিচালক ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।