ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে মনজিলা বেগম (৩৭) এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেললাইনের রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনজিলা বেগম কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পুবপাড়ার আমিনুল তালুকদারের স্ত্রী বলে জানা গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

আমিনুল আরও বলেন, স্থানীয় জনগণ ও পরিবারের লোকজন বলছেন, পারিবারিক কলহের কারণে মনজিলা হয়তো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।