ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই দফা দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
দুই দফা দাবি সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের দুই দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দুই দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা।

রোববার (০৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের বেসরকারি ইউনিয়ন ব্যানারে এ মানববন্ধন করা হয়।

কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে-সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং চাকরি নিয়মিত করার আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতনভাতা দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি কলেজের বেসরকারি ইউনিয়নের সভাপতি দুলাল সরদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কেন্দ্রীয় কর্মসূচি পরিচালনা কমিটির আহ্ববায়ক আমিনুল ইসলাম আমিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
ডিএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।