ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাস্ক-হেলমেট না পরায় সিরাজগঞ্জে ১১ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
মাস্ক-হেলমেট না পরায় সিরাজগঞ্জে ১১ জনের জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: জনসম্মুখে এসে মুখে মাস্ক না পরায় ও হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর দায়ে সিরাজগঞ্জে ১১ জনকে বিভিন্ন পরিমাণে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

ম্যাজিস্ট্রিট মোহাম্মদ রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, পিপুলবাড়িয়া বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় জনসম্মুখে এসে মাস্ক না পরে ঘোরাফেরা করায় আট জনকে বিভিন্ন পরিমাণে মোট দুই হাজার জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও হেলমেট না পরায় তিনজনকে ৫০০ টাকা করে ১৫০০ টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।