ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে সড়ক দুর্ঘটনায় মীর হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।   মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

যাত্রাবাড়ী থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, ভোরে হানিফ ফ্লাইওভার ব্রিজের কুতুবখালী ঢালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন একটি ট্রাক-বাসের পেছনে ধাক্কা দিলে বাস ওই পথচারীকে চাপা দেয়। এতে মীর হোসেন আহত হয়। পরে পথচারীরা মীর হোসেনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ওই ব্যক্তি কুমিল্লায় কাঁচামালের ব্যবসা করতেন। কোনো কাজে ভোরে ঢাকায় আসছিলেন তিনি। তখনই এ দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপর বাস ও ট্রাক দুটিই জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।