ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
কাপ্তাইয়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন আটক আটক চিংসাজাই মারমা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে চিংসাজাই মারমা (৪৫) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।  

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিউল আজম।

 

তিনি বলেন, সোমবার দিনগত গভীর রাতে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের জগনাছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে চিংসাজাই মারমা নামে এক ব্যক্তিকে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ আটক করা হয়। তিনি রাইখালী মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
  
ওসি শফিউল আজম আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার তাকে রাঙামাটি আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।