ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পজিটিভের পর দুই দফা পরীক্ষায় করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
পজিটিভের পর দুই দফা পরীক্ষায় করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হওয়ার পর দুই দফায় পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।  

সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৃতীয় দফায় সোমবার ধানমন্ডির ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারে তিনি করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে। তিনি সুস্থ আছেন।

প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (১৪ নভেম্বর) করোনা টেস্ট করিয়েছিলেন তিনি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পরদিন রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পুলিশ লাইন্স হাসপাতালে পরীক্ষার ফলাফলে রিপোর্ট নেগেটিভ আসে। আরও নিশ্চিত হওয়ার জন্য সোমবার তৃতীয় দফায় করোনা টেস্ট করান স্বরাষ্ট্রমন্ত্রী। এতেও নেগেটিভ আসে বলে জানিয়েছেন মন্ত্রীর দপ্তরের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ