ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনায় আক্রান্ত লিয়াকত আলী লাকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
করোনায় আক্রান্ত লিয়াকত আলী লাকী লিয়াকত আলী লাকী

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, লিয়াকত আলী লাকী সোমবার (১৬ নভেম্বর) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানতে পেরেছেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনা ভাইরাস টেস্ট করাতে গিয়ে ফলাফল পজিটিভ আসে।

লিয়াকত আলী লাকীর পারিবারিক সূত্র জানায়, লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার তেমন উপসর্গ নেই। পরীক্ষার ফল পাওয়ার পর তিনি আইসোলেশনে আছেন।

লিয়াকত আলী লাকী ২০১১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ