ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ কুয়াশায় ঢাকা প্রকৃতি। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে দিনদিন কমছে তাপমাত্রা, এতে করে বাড়ছে শীত। আর এই শীতে জবুথবু অবস্থা উত্তরের জনপদের মানুষের।

অনেকেই শীতে কর্মহীন হয়ে পড়ছে। এতে বিপাকে পড়ছেন নিম্নআয়ের মানুষ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গত ৬ দিনে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কখনো মৃদু কখনো মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে হিমালয় ঘেঁষা এ জেলায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে জানান, রোববার (২০ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের মাত্রা, অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসের কারণে জেঁকে বসেছে শীত। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা শহরেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। আর দরিদ্র শীতার্ত মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। তবে সকাল থেকে দেখা মিলেছে সূর্যের।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।