ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
শাহবাগে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহবাগ থানাধীন এক সরকারি হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩৫) নিহত হয়েছেন। তার পরনে ছিলো সোয়েটার ও কালো প্যান্ট।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জানতে পেরেছি সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় একটি সাদা প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে এক পথচারী তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তাত্ক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।