ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
মুকসুদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় কৃষক নিহত প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তালবাড়ী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মহানন্দ হালদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হালদার একই উপজেলার বানিয়ারচর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তালবাড়ী এলাকায় জমি থেকে ধানের চারা (পাতো) নিয়ে রাস্তা পার হচ্ছিলেন হালদার। এ সময় টেকেরহাটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

মুকসুদপু‌রের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নব কুমার দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।