ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জিটুজি’ কোনো বিষয় নয়, ভ্যাকসিন পেতে দেরি হবে না: সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
‘জিটুজি’ কোনো বিষয় নয়, ভ্যাকসিন পেতে দেরি হবে না: সচিব

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা কিনতে জিটুজি নাকি বাণিজ্যিক চুক্তি হয়েছে- সাংবাদিকদের এমন এড়িয়ে গিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, টিকা আসতে দেরি হবে না।  

ভারত ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, এমন খবর প্রকাশের পর সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়।

সেখানে স্বাস্থ্যসচিব আবদুল মান্নান বলেন, টিকা কেনার জন্য ভারতের সঙ্গে জিটুজি (সরকার টু সরকার) চুক্তি হয়েছে। ওস কারণে ওই নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য কার্যকর হবে না। আমরা সময়মতোই টিকা পাব।  

অন্যদিকে সন্ধ্যা বেক্সিমকোর সংবাদ সম্মেলনে এমপি নাজমুল হক পাপন দাবি করেন, টিকা কেনার জন্য যে চুক্তি হয়েছে, তা জিটুজি নয়, বাণিজ্যিক।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) শেরেবাংলা নগরে এনইসি সভা শেষে স্বাস্থ্য সচিবকে ওই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।  

আবদুল মান্নান বলেন, জিটুজি কী জিটুজি নয় সেটা কোনো বিষয় না। করোনা ভ্যাকসিনের ব্যাপারে দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ে থেকে অবগত আছেন। টিকা আসতে দেরি হবে না।  

একনেক সভায় করোনা ভ্যাকসিন কেনা, সংরক্ষণ ও সরবরাহের একটি চলমান প্রকল্পের আওতায় চার হাজার ৩১৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১ 
এমআইএস/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।